ডেভেলপমেন্ট কাপের জন্য শেরপুরে ৭ কিশোর ফুটবলার বাছাই
শেরপুর প্রতিনিধি :
|
ক্রীড়া অধিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য অনুর্ধ্ব-১৫ ফুটবলার বাছাই কার্যক্রমে শেরপুরের ৭ কিশোর ফুটবলার বাছাই করা হয়েছে। বাছাইকৃত এ ৭ কিশোর ফুটবলার ময়মনসিংহ বিভাগীয় দল গঠনের ট্রায়ালে অংশগ্রহণ করবেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান। ![]() ডেভেলপমেন্ট কাপের জন্য শেরপুরে ৭ কিশোর ফুটবলার বাছাই এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র দত্ত উপস্থিত ছিলেন। স্থানীয় ফুটবল কোচ সাধন বসাক ও গোলাম শাহরিয়ার রবীনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৫ জন কিশোর ফুটবলারের মধ্য থেকে ৭ জনকে বাছাই করা হয়। ডেল্টা টাইমস্/রফিক মজিদ/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |