শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

মেসির জাদুকরী পারফরম্যান্সে বার্সেলোনার সহজ জয়
ডেল্টা টাইমস্ ডেস্ক :
প্রকাশ: রোববার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫০ এএম | অনলাইন সংস্করণ

আরও একটি মেসিময় ম্যাচ কাটাল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। প্রথমে এসিস্ট ও পরে নিজেই গোল করে দলের ২-০ গোলের জয়ে সরাসরি অবদান রেখেছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। তার উদ্ভাসিত পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে বার্সেলোনা।

শনিবার স্থানীয় সময় বিকেলে হওয়া ম্যাচটিতে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। এর ফলে সবধরনের প্রতিযোগিতা মিলে তিন ম্যাচ পর সেভিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল তারা। সবশেষ কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে হেরেছিল বার্সা।

চলতি মৌসুমের লা লিগায়ও প্রথম সাক্ষাতে বার্সার মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে ফিরেছিল সেভিয়া। কিন্তু এবার ঘরের মাঠে আর সেটি পারল না তারা। বার্সার গোছানো ফুটবলের সামনে হারতে হয়েছে সেভিয়াকে।


ম্যাচের প্রথম ২০ মিনিটে তেমন সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। গোলের উদ্দেশ্যে নেয়া ওসুমানে দেম্বেলের শটটি ছিল বেশ দুর্বল। যা খুব সহজেই ঠেকিয়ে দেন সেভিয়া গোলরক্ষক। পরে দেম্বেলেই করেন ম্যাচের প্রথম গোল।
মেসির জাদুকরী পারফরম্যান্সে বার্সেলোনার সহজ জয়

মেসির জাদুকরী পারফরম্যান্সে বার্সেলোনার সহজ জয়


প্রথম শটের মিনিট আটেক পর দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন দেম্বেলে। মাঝমাঠ থেকে মেসির বুদ্ধিদীপ্ত থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে যান তিনি। পরে বাঁ পায়ের কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন এ ফরাসি তরুণ। যার ফলে লিগে পাঁচ ম্যাচ ও ৫৫৭ মিনিট পর গোল হজম করেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনো।

প্রথমার্ধে আর গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে দুই দল। এর মধ্যে সবচেয়ে হতাশাজনক ছিল সার্জিনো দেস্তের শট পোস্টে লেগে ফেরত আসা। এছাড়া জর্ডি আলবা, লিওনেল মেসিরাও সম্ভাব্য সুযোগ কাজে লাগাতে পারেননি।

তবে ম্যাচ শেষ হওয়ার আগ দিয়ে ৮৫তম মিনিটে গিয়ে সাফল্য খুঁজে নেন মেসি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন মেসি, ঠিক মতো ফেরাতে পারেননি বোনো। ফিরতি বল ধরে তাকেও পেরিয়ে ফাঁকা জালে বল পাঠান বার্সেলোনা অধিনায়ক। এ নিয়ে চলতি লিগে মেসির গোল হলো ১৯টি।

সেভিয়াকে হারানোর পর এখন পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান বার্সেলোনা। লিগের ২৫ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ঝুলিতে রয়েছে ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট।

লিগে টানা ছয় জয়ের পর হারের স্বাদ পাওয়া সেভিয়া ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। এছাড়া ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ।




ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com