নান্দাইলে পৌরসভা নির্বাচনে নৌকার জয়
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
|
ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী মনোনীত নৌকা প্রতীকে বর্তমান মেয়র রফিক উদ্দিন ভূইয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মোট প্রাপ্ত ভোট নৌকা প্রতীকে মোঃ রফিক উদ্দিন ভূইয়া পেয়েছেন ১০১৬০ ভোট, এবং ধানের শীষ প্রতীকে আজিজুল ইসলাম পিকুল পেয়েছেন ৬৭৫০ ভোট। এ নিয়ে রফিক উদ্দিন ভূইয়া টানা চারবার মেয়র নির্বাচিত হয়েছেন। ![]() নান্দাইলে পৌরসভা নির্বাচনে নৌকার জয় রোববার (২৮ ফেব্রুয়ারি) নান্দাইলে প্রথম বারের মত ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ চলে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এর আগে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিক উদ্দীন ভূইয়া ও ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল নির্বাচনে অংশগ্রহণ করেন। এ ছাড়াও নয়টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩০জন প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের ৩টি নারী কাউন্সিলর পদের বিপরীতে রয়েছেন ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |