সৈয়দপুর পৌরসভায় নৌকার মেয়র প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত
নীলফামারী প্রতিনিধি:
|
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাফিকা আকতার জাহান বেবী নৌকা প্রতীকে ২৮ হাজার ২৭৮ পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রশিদুল হক সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯৭৫ ভোট। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। ![]() সৈয়দপুর পৌরসভায় নৌকার মেয়র প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত এ নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত রাফিকা আকতার জাহান বেবি নৌকা প্রতীক ছাড়াও, বিএনপি মনোনীত আলহাজ্ব রশিদুল হক সরকার ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত সিদ্দিকুল আলম সিদ্দিক লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ নুরুল হুদা হাত পাখা ও স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম রবি মোবাইল ফোন প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ডেল্টা টাইমস্/আমিরুল হক/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |