শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১

যুবলীগ-ছাত্রলীগের নামে থানায় অভিযোগ দিলো হেফাজত
ডেল্টা টাইমস্ ডেস্ক :
প্রকাশ: রোববার, ৪ এপ্রিল, ২০২১, ৬:০৪ পিএম | অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে মামুনুল হক একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থানকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে অবরুদ্ধ হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন হেফাজতের ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ।

রোববার (৪ এপ্রিল) দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন ও মাওলানা ইকবাল হোসেনসহ হেফাজতের কর্মীরা।
যুবলীগ-ছাত্রলীগের নামে থানায় অভিযোগ দিলো হেফাজত

যুবলীগ-ছাত্রলীগের নামে থানায় অভিযোগ দিলো হেফাজত

লিখিত অভিযোগে বলা হয়, ৩ এপ্রিল মামুনুল হক সস্ত্রীক সোনারগাঁ রয়্যাল রিসোর্টে বিশ্রাম নেওয়ার রিসোর্টের মালিক শেখ সাইদুর রহমান ও তাঁর কর্মচারীরা তাঁকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন। এ সময় সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনির নেতৃত্বে অজ্ঞাতনামা ব্যক্তিরা মামুনুল হকের ওপর হামলা চালান। মামুনুল হকের গাড়ির চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেন।
হেফাজত নেতা ফয়সাল মাহমুদ হাবিবি জানান, শনিবার (৩ এপ্রিল) সোনারগাঁও রয়েল রিসোর্টে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মামুনুল হককে একটি কক্ষে তার দ্বিতীয় স্ত্রীসহ তাকে অবরুদ্ধ করে হেনস্তা করেন। এর প্রতিবাদে থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগে আসামিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হেফাজতের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।





ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com