স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা বন্ধ ঘোষণা
ডেল্টা টাইমস্ ডেস্ক :
|
করোনার সংক্রমণ বৃদ্ধির জেরে সোমবার থেকে দেশে শুরু হয়েছে সাত দিনের লকডাউন। বাস, ট্রেন, লঞ্চ বন্ধ। বন্ধের সিদ্ধান্ত হয়নি নাটক-সিনেমার শুটিং, এমনকি খোলা থাকবে সিনেমা হলও। তবে লকডাউনে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের সবগুলো শাখা বন্ধ ঘোষণা করেছে। ![]() স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা বন্ধ ঘোষণা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে স্টার সিনেপ্লেক্স। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউনে যেহেতু শপিং মল বন্ধ থাকবে, তাই স্টার সিনেপ্লেক্সও বন্ধ ঘোষণা করা হয়েছে। সাময়িক ভাবে দেশের সেরা সিনেমা হল বন্ধ করায় তারা দুঃখপ্রকাশও করেছেন। এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকলে নিজের সুরক্ষার জন্য সচেতন থাকবেন। পরিস্থিতি অনুকূল হলে আবার আমরা একসঙ্গে মিলিত হবো। আপনাদের পদচারণায় মুখরিত হবে স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণ।’ প্রসঙ্গত, রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলসহ মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার ও ধানমন্ডির সীমান্ত সম্ভারে (রাইফেল স্কয়ার) মোট তিনটি শাখা রয়েছে স্টার সিনেপ্লেক্সের। সাত দিনের লকডাউনে এই তিনটি শাখাতেই সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে। ডেল্টা টাইমস্/সিআর/জেডএইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |