কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালিহাতীতে সেফটিক ট্যাংক থেকে চাঁন মিয়া (৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে এলেঙ্গা পৌর এলাকার বাঁশি গ্রামের নিজ বাড়ির সেফটিক ট্যাংক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ![]() কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে অর্ধগলিত লাশ উদ্ধার নিহতের মেয়ে জানান, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলো তার বাবা। এঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে গতরাতে পরিবারের লোকজন মাকে সন্দেহ করে জিজ্ঞাসা করলে বাবাকে হত্যার কথা স্বীকার করে মা। সেইসাথে হত্যার পর মরদেহটি সেফটিক ট্যাংকে ফেলে দেয়া হয়েছে বলে জানান। সেপটিক ট্যাংকে বাবার মরদেহ পাওয়া গেলে পুলিশে খবর দেয়া হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে চাঁন মিয়ার নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রাজিয়া বেগম ও পরকীয়া প্রেমিক হালিমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ডেল্টা টাইমস্/সোহেল রানা/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |