নগ্ন ফটোশুট করে দুবাইয়ে ১২ নারী আটক, হতে পারে কঠিন শাস্তি
ডেল্টা টাইমস্ ডেস্ক :
|
দুবাইয়ের নগ্ন হয়ে ফটোশুট করার অভিযোগে অন্তত ১২ নারীকে আটক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর মেরিনা এলাকার একটি ভবনের বারান্দায় গতকাল ওই নারীরা ফটোশুট করে বলে জানা যায়। খবর বিবিসির। ![]() নগ্ন ফটোশুট করে দুবাইয়ে ১২ নারী আটক, হতে পারে কঠিন শাস্তি জানা গেছে, আটক নারীদের মধ্যে ১১ জন ইউক্রেনের এবং একজন রাশিয়ার। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে, তাদের প্রত্যেকের ছয় মাস পর্যন্ত জেল এবং পাঁচ হাজার দিরহাম জরিমানার মতো কঠিন শাস্তি হতে পারে। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে এক ব্রিটিশ নারী দুবাইয়ে একবছরের সাজা পেয়েছিলেন। তার বিরুদ্ধে বিয়ে ছাড়াই এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছিল। সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ আইনই শরিয়া নির্ভর। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |