শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক জাহাঙ্গীর আলমকে পেশাগত দায়িত্ব পালনে বাধা,জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ৬:২১ পিএম আপডেট: ০৬.০৪.২০২১ ৭:১১ পিএম | অনলাইন সংস্করণ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র স্থায়ী সদস্য জাহাঙ্গীর আলমকে পেশাগত দায়িত্ব পালনকালে বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
সাংবাদিক জাহাঙ্গীর আলমকে পেশাগত দায়িত্ব পালনে বাধা,জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সাংবাদিক জাহাঙ্গীর আলমকে পেশাগত দায়িত্ব পালনে বাধা,জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সাংবাদিক জাহাঙ্গীর আলমকে পেশাগত দায়িত্ব পালনে বাধা,জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সাংবাদিক জাহাঙ্গীর আলমকে পেশাগত দায়িত্ব পালনে বাধা,জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

গতকাল সোমবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে মিরপুর থানার পিছনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মোবাইল কোর্ট দেখতে পাওয়া যায়। সকাল থেকে দোকানপাট খোলা থাকলেও মোবাইল কোর্ট দেখে একের পর এক দোকান বন্ধ করতে দেখা যায়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ। এসময় ডিআরইউ’র স্থায়ী সদস্য ও ইউএনবির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট এম জাহাঙ্গীর আলম মোবাইল কোর্ট কার্যক্রমের ভিডিও ধারণ করতে থাকলে ম্যাজিস্ট্রেট বাধা প্রদান করে। পরবর্তীতে পরিচয় জানতে চাইলে আইডি কার্ড দেখানোর পরেও ভিডিও ধারণ করতে দেয়নি।

পাশাপাশি মোবাইল কোর্টে দায়িত্বরত মিরপুর থানার এস আই সাদ্দাম প্রতিবেদক এর সাথে প্রচন্ড দুর্ব্যবহার করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ অফিসার এস এম মামুন টেলিফোনে বিষয়টি জানালে তিনি ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজকে এ প্রতিবেদক এর পরিচয় নিশ্চিত করার পরেও ভিডিও ধারণ কিংবা ছবি তুলতে দেননি।

মঙ্গলবার (৬ এপ্রিল) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ডিআরইউ’র নেতৃবৃন্দ বলেন, মোবাইল কোর্ট পরিচালনার সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব। অথচ সংশ্লিষ্ট অফিসার কর্তৃক বাধা প্রদান ও পুলিশের দুর্ব্যবহার করার ঘটনা গণমাধ্যম কর্মীদের জন্য হুমকি স্বরূপ। একজন গণমাধ্যম কর্মীকে তার পেশাগত কাজে বাধা প্রদান গোটা সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 


ডেল্টা টাইমস/সিআর/জেডএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com