রাণীশংকৈলে কৃষকের মাঝে আউশ ধানের বীজ বিতরণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
|
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রানীশংকৈলের আয়োজনে ২০২০-২১ অর্থবছরের খরিপ-১এর ২০২১-২২ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ![]() এ সময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। এসময় ১৮৫০ জন উপকারভোগীর মধ্যে ২০০ জনকে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়। বাকি কৃষক দের পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানান কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। ডেল্টা টাইমস/ নাজমুল হোসেন/এম আর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |