শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

দুই হলে সালমানের সিনেমার আয় ৭ হাজার টাকা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৪ জুন, ২০২১, ৬:১৭ পিএম আপডেট: ১৪.০৬.২০২১ ৬:২৩ পিএম | অনলাইন সংস্করণ

দুই হলে সালমানের সিনেমার আয় ৭ হাজার টাকা

দুই হলে সালমানের সিনেমার আয় ৭ হাজার টাকা

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। মূলত এটি ওটিটি প্ল‌্যাটফর্মে মুক্তি পেয়েছে। শুরুতে তিনটি সিনেমা হলে মুক্তি পেলেও করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। মুক্তির পর দর্শকের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এটি।

শুক্রবার (১১ জুন) ভারতের মহারাষ্ট্র সরকার স্থানভেদে লকডাউন শিথিল করেছে। এদিন নাশিক জেলার মালেগাঁ শহরের ড্রাইভ-ইন সিনেমা হল ও আওরঙ্গবাদের অপ্সরা সিনেমা হল পুনরায় চালু করে। আর প্রথম দিনে সালমান খানের ‘রাধে’ সিনেমাটি প্রদর্শন করে হল সংশ্লিষ্টরা। কিন্তু টিকিট বিক্রির তথ‌্য হতাশ করেছে সালমান ভক্তদের।

একজন বক্স অফিস বিশ্লেষক বলিউড হাঙ্গামাকে বলেন, ‘গতকাল আওরঙ্গবাদ থিয়েটারে টিকিট বিক্রি হয়েছে ২৪২০ রুপি, ড্রাইভ-ইন সিনেমা থেকে আয় হয়েছে ৩৫৯৭.৮৬ রুপি। যার মোট আয় দাঁড়ায় ৬০১৭.৮৬ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৭ টাকা)।’  

ড্রাইভ-ইন সিনেমা হলের মালিক তুষার বলেন, ‘সন্ধ‌্যা সাড়ে ৭টার শো দেখার জন‌্য ২২জন লোক এসেছিল। পরে আমরা রাত সাড়ে ৯টার শো বাতিল করি। এটি যদি ওটিটি প্ল‌্যাটফর্মে মুক্তি না পেতো তবে ভালো সাড়া ফেলতো। এর আগে আমরা মুম্বাই সাগা সিনেমাটি প্রদর্শন করেছি। এটি প্রচুর মানুষ দেখেছেন।’   

খিনাভাসরা সিনেপ্লেক্সের ম‌্যানেজার সুহাস কোচ বলেন, ‘গত ১১ জুন চার শোয়ে মোট ২২টি টিকিট বিক্রি করেছিলাম। নতুন সিনেমা না পাওয়া পর্যন্ত আমরা ‘রাধে’ সিনেমা প্রদর্শন করব। তবে দিনে চারটি শোয়ের পরিবর্তে দুটি চালানোর পরিকল্পনা করেছি।’
‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা। এতে আরো অভিনয় করছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ।




ডেল্টা টাইমস্/সিআর/আরকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com