মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের পার্লামেন্টে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন
ডেল্টা টাইমস্ ডেস্ক :
প্রকাশ: সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৯:১১ পিএম | অনলাইন সংস্করণ

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলার অংশ হিসেবে নিত্যদিনের চলাচলে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করেছে ফ্রান্সের পার্লামেন্ট। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ) এ খবর জানিয়েছে।

সিএনএ জানিয়েছে, ভ্যাকসিন পাসপোর্ট আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই স্থানীয় সময় গতকাল রোববার ফরাসি পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের আইনপ্রণেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আইনটি অনুমোদিত হয়।

ফ্রান্সের পার্লামেন্টে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন

ফ্রান্সের পার্লামেন্টে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন

ভ্যাকসিন পাসপোর্ট আইনের বিরুদ্ধে গত শনিবার বিক্ষোভে কেঁপে ওঠে ফ্রান্স। এক লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে আইনটির বিরোধিতা করে। এ সময়ে অনেককে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আইনটি পার্লামেন্টে পাস হয়ে গেল।

গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ‘স্বাস্থ্য পাস’-এর বিষয়ে নির্দেশ জারি করেন। এতে বলা হয়, সিনেমা কিংবা নাইটক্লাবের মতো জায়গা, যেখানে ৫০ জনের বেশি লোক জড়ো হবে, সেখানে এই পাস লাগবে। এ ছাড়া আগস্ট থেকে উড়োজাহাজে ভ্রমণ ও আন্তঃট্রেন ভ্রমণেও এ পাস বাধ্যতামূলক করা হচ্ছে।

স্বাস্থ্য পাসে টিকার সবগুলো ডোজ সম্পর্কে এবং করোনা নেগেটিভের তথ্য থাকবে।
ম্যাক্রোঁর এমন ঘোষণার মধ্য দিয়ে ফরাসি সরকারের করোনা মোকাবিলায় টিকাকেই প্রধান হাতিয়ার হিসেবে গণ্য করার বিষয়টি উঠে এসেছে।

তবে, ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলে। কেউ কেউ একে নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করেন।

গতকাল রোববার তিন ঘণ্টা ধরে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলে। শেষ পর্যন্ত তাঁরা সমঝোতায় পৌঁছালে ভোটাভুটি হয়। আইনটির পক্ষে ভোট পড়ে ১৫৬ এবং বিপক্ষে ৬০। ভোট দেওয়া থেকে বিরত থাকেন ১৪ জন। তবে, চূড়ান্তভাবে এটি আইনে পরিণত হতে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ সাংবিধানিক পরিষদের অনুমোদন লাগবে।





ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com