পাঁচবিবিতে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
|
পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আটাপাড়া এলাকা থেকে ১৬৬ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, রোববার (১১ অক্টোবর) পাঁচবিবি থানার এসআই মো: গোলাম মোস্তফা এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট এলাকায় ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর গোপালপুর এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে তাৎক্ষনিক তল্লাসী করলে, ১৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মোঃ জলিল মন্ডল এর পুত্র মো: সুলতান(২৪)। তাকে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করে বলে জানা যায়। ডেল্টা টাইমস্/প্রদীপ অধিকারী/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |