দিনাজপুরে করোনা শনাক্তের হার শূন্য শতাংশ
ডেল্টা টাইমস্ ডেস্ক :
|
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হযেছে। তবে এই সময়ে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি। সোমবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল কুদ্দুস। তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। মোট ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্তের হার শূন্য শতাংশ। তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯০ জন। আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭০১ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন একজন। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৬০ জন। বর্তমানে সক্রিয় রোগী ৫১ জন। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |