শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

কাপ্তাইয়ে আ. লীগের প্রার্থীকে গুলি করে হত্যা
ডেল্টা টাইমস্ ডেস্ক :
প্রকাশ: রোববার, ১৭ অক্টোবর, ২০২১, ১০:২৭ এএম | অনলাইন সংস্করণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এক প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানাধীন চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নেথোয়াই মারমা (৫৬)। চিৎমরম ইউনিয়নে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন তিনি। এ ছাড়া ইউনিয়নটিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন নেথোয়াই মারমা।

কাপ্তাইয়ে আ. লীগের প্রার্থীকে গুলি করে হত্যা

কাপ্তাইয়ে আ. লীগের প্রার্থীকে গুলি করে হত্যা

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী এবং রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

অংসুইছাইন চৌধুরী বলেন, তিনি (নেথোয়াই মারমা) এতদিন উপজেলা রেস্ট হাউজে ছিলেন। আজই মনোনয়ন জমা দিয়ে নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে দেখা করতে এলাকায় গিয়েছিলেন। রাতে তার নিজ বাড়িতে জেএসএস এর একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাকে গুলি করে হত্যা করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিহত নেথোয়াই মারমার ছেলে প্লা মং সিং মারমা বলেন, সবুজ পোশাক পরা ১৫ থেকে ২০ জন সশস্ত্র ব্যক্তি ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে। তারা বাবাকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু বাবা রাজি না হওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী দিবাগত রাত দুইটার দিকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।



ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com