শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়ার জয়
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]()
দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে থামানোর পর যত সহজে জেতার আশা করেছিল অস্ট্রেলিয়া, ততই কঠিন হয়েছে। ১১৯ রান করতে গিয়েই ঘাম ছুটে গেছে অ্যারন ফিঞ্চের দলের। শেষ ওভারে গিয়ে ৫ উইকেটের জয় পেয়েছে তারা। ১১৯ রানের লক্ষ্য। আবু ধাবিতে এই ছোট লক্ষ্যে ছুটতে গিয়ে সুবিধা করতে পারছে না অস্ট্রেলিয়াও। দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে ১১৮ রানে থামানোর পর পাওয়ার প্লেতেই তারা ২ উইকেট হারায় ২৮ রান করে। সতীর্থদের আস্থার প্রতিদান দিতে পারেননি ডেভিড ওয়ার্নার। ৪ রান করে কাগিসো রাবাদার শিকার তিনি। তার আগে আনরিখ নর্টিয়ের বলে শূন্য রানে প্রথম ওভারেই বিদায় নেন অ্যারন ফিঞ্চ। মিচেল মার্শ ১১ রানে আউট হয়েছেন। তাতে ১০ ওভারে ৩ উইকেটে ৫১ রান অস্ট্রেলিয়ার। ডেল্টা টাইমস্/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |