শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

বিরামপুরে বিজিবি'র মাদকদ্রব্য ধ্বংস
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৬:৩৫ পিএম আপডেট: ২৯.১১.২০২১ ৬:৪৬ পিএম | অনলাইন সংস্করণ

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফুলবাড়ি-২৯ বিজিবি আওতায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৫ হাজার বোতল ফেন্সিডিল, ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১'শ কেজি গাঁজা, ১'শ লিটার দেশি মদ, ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ১৩ হাজার পিস নেশা জাতীয় ইনজেকশন।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন, বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লা আবেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমান প্রমুখ।

এ সময় দিনাজপুর - ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক সীমান্ত বিজিবির কষ্টদায়ক সীমান্ত প্রহরার চিত্র তুলে ধরে তাদের দায়ীত্ব পালনের প্রশংসা করেন। দেশের যুব সমাজকে নিরাপদে রাখতে "মাদককে না বলি " এই প্রতিপাদ্যের প্রতি সন্মতি জ্ঞাপণ করে তিনি প্রশাসন ও সর্বস্তরের সচেতন  মহলের সার্বিক সহযোগিতায় দিনাজপুর জেলার প্রতিটি উপজেলায় মাদক খোর  ও ব্যবসায়ীদের তালিকা প্রস্তুতপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরহস্তে মাদকখোর ও ব্যবসায়ীদের  দমনের আহবান জানিয়েছেন।




ডেল্টা টাইমস্/মো: আবু সাঈদ/সিআর/আরকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com