রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আজ ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মু'মেন এসব তথ্য নিশ্চিত করেছেন। করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোন ভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে। দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। তবে এখন পর্যন্ত ১৫ লাখের মতো রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে। শেষদিনে আয়কর অফিসে করদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত বছর করোনা মহামারির কারণে একমাস সময় বৃদ্ধি করা হয়েছিল। এবারও সেই পথে হেঁটেছে এনবিআর। ডেল্টা টাইমস/সিআর/আর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |