শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০

টি-টেনে ৮ রানে ৫ উইকেট নিলেন হাসারাঙ্গা!
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ১২:৩৮ পিএম | অনলাইন সংস্করণ

ছক্কা খেয়ে যেন ক্ষোভে ফেটে পড়লেন লঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডার ভানিদু হাসারাঙ্গা। আর সেই ক্ষোভ উগড়ে দিলেন পারফরম্যান্স দিয়েই।

আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের বিপক্ষে অসাধারণ এক রেকর্ড গড়লেন ডেকান গ্ল্যাডিয়েটর্সের এই লেগ স্পিনার। 

২ ওভারে একটি মেডেন দিয়ে ৮ রানে ৫ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। ১০ ওভারের এই প্রতিযোগিতার পাঁচ আসর মিলিয়ে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। ২০১৮ সালের আসরে ভারতীয় লেগ স্পিনার প্রবীণ তাম্বের ১৫ রানে ৫ উইকেট এতদিন ছিল সেরা বোলিং।

অথচ বল হাতে নিজের দ্বিতীয় ডেলিভারিতেই ছক্কা হজম করেন হাসারাঙ্গা। এরপর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান।

পরের ১০ বলে দেন মাত্র ২ রান। তাতেই মন ভরেনি এই লেগস্পিনারের। তুলে নেন ৫ উইকেট!
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার হাসারাঙ্গার এই অবিশ্বাস্য রেকর্ড গড়া ম্যাচে বাংলা টাইগার্সকে  ৭৮ রানে গুটিয়ে দেয় ডেকান গ্ল্যাডিয়েটর্স। ১০ ওভারের ম্যাচে জয় তুলে নেয় ৬২ রানের। 

আগে ব্যাট করে চার-ছক্কার ফুলঝুড়িতে ১৪০ রান করে ডেকান। 

এরপর বাংলা টাইগার্সের ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে পান হাসারাঙ্গা। দলটির রান তখন ২ উইকেটে ২০। ব্যাট করছিলেন আফগান অলরাউন্ডার করিম জানাত।

হাসারাঙ্গার দ্বিতীয় বলকে তার মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকান করিম। পরের বলে ফের ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেট বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।

বলে জনসন চার্লসকে বোল্ড করে দেন হাসারাঙ্গা। তাকে হ্যাটট্রিক বঞ্চিত করেন ইসুরু উদানা। কাভারে ঠেলে এক রান নেন। শেষ বলে ফাফ দু প্লেসি আরেকটি সিঙ্গেল নিলে ওই ওভারে ২ রানে ২ উইকেট আসে হাসারাঙ্গার। 

নিজের শেষ নিজের কোটার শেষ ওভারটি অসাধারণ হয় হাসারাঙ্গার। কোনো রান না দিয়েই নেন ৩ উইকেট! 

প্রথম বলটি রিভার্স-সুইপ খেলে পয়েন্টে ক্যাচে পরিণত হন বেনি হাওয়েল। পরের বলে জেমস ফকনারের স্টাম্প ভেঙে দেন হাসারাঙ্গা। এরপর তিন বলে দেন ৫ রান।  

আর ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিডউইকেটে নাজিবুল্লাহর দারুণ ক্যাচে বিদায় নেন বিষ্ণু।




ডেল্টা টাইমস্/সিআর/আরকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com