মান্দায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
|
![]()
নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্ত্তলী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে কীর্ত্তলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (৫) এবং রাব্বীর ছেলে রিয়াদ হোসেন (৪) সবার অগোচরে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১১টার দিকে পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করা হয়। পরে মান্দা উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডেল্টা টাইমস্/আপেল মাহমুদ/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |