মা হওয়ার পর ফিরলেন শখ, নাচলেন ক্লাবের অনুষ্ঠানে
ডেল্টা টাইমস ডেস্ক:
|
টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ অনেক দিন ছিলেন একেবারে অন্তরালে। বিয়ে করে সংসারী হয়েছেন, কিছু দিন আগে হয়েছেন মা-ও। সবাই ধরেই নিয়েছিল যে, শখ শোবিজ ছেড়ে দিয়েছেন। আর কখনো হয়ত তাকে দেখা যাবে না আলো ঝলমলে রঙিন দুনিয়ায়। কিন্তু সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে ফিরেছেন শখ। মা হওয়ার পর আগের রূপেই শোবিজে ফিরলেন তিনি। শনিবার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ক্লাবের একটি অনুষ্ঠানে নেচেছেন শখ। খবরটি জানা গেল, নৃত্যশিল্পী সোহেল রহমানের সূত্রে। সোহেল রহমানের কাছে নাচ শিখেছিলেন শখ। তাদের মধ্যকার সম্পর্ক বহু দিনের। বিরতির পর তার হাত ধরেই শখ মঞ্চে ফিরেছেন। রোববার (৫ ডিসেম্বর) নাচের সাজে কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি সামনে আনেন নৃত্যশিল্পী। তিনি আরও জানান, আজ সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটি অনুষ্ঠানেও নাচবেন তারা। অতীতে জাতীয় পর্যায়ের বিভিন্ন আয়োজনে নৃত্যগুরুর সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করেছিলেন শখ। আগামী ১৭ ডিসেম্বরও সংসদ ভবনে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে একসঙ্গে নাচবেন তারা। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শখ। মেয়ের নাম রেখেছেন আলিফ রহমান। মা হওয়ার পর একটি রেডিও অনুষ্ঠানে এসে তিনি ক্যারিয়ার ও ব্যক্তি জীবন নিয়ে অনেক কথা বলেছিলেন। ২০২০ সালের ১২ মে আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। জন পেশায় ব্যবসায়ী, বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বিরতির সময়টাতে শখ সেখানেই বসবাস করেছেন। এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন শখ। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়। এরপর অনেকদিন একাই ছিলেন এই অভিনেত্রী। ডেল্টা টাইমস/সিআর/আর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |