শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

ইবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ১:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার সভাকক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ
আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। এছাড়াও শিক্ষক-কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার ড. নওয়াব আলী খান।

কর্মশালার সভাপতি এপিএ টিমের আহবায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আমরা চমৎকার অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবো।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শুদ্ধাচার নৈতিকতা এবং সততার দ্বারা উৎসারিত এবং নিয়ন্ত্রিত। এর দ্বারা আমরা পারিপার্শ্বিকতাকে প্রভাবিত করতে পারি। ব্যক্তিগত জীবনে, পরিবারের সদস্যদের সাথে, প্রতিবেশের সাথে শুদ্ধাচার চর্চার মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত, আলোকিত একটি সমাজ তৈরি করতে পারি। 

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জন ও বিতরণের জায়গা নয়, এটি জ্ঞান সৃষ্টির জায়গা। একজন বড় মাপের সৃষ্টিশীল শিক্ষক পুরো বিশ্ববিদ্যালয়কে আলোকিত এবং উজ্জ্বল করতে পারেন।



ডেল্টা টাইমস্/আর এম রিফাত/সিআর/আরকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com