ওমিক্রন : কানাডার ক্যুইবেকে ফের লকডাউন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ২:৫৩ পিএম আপডেট: ২১.১২.২০২১ ৩:২০ পিএম

ওমিক্রন : কানাডার ক্যুইবেকে ফের লকডাউন

ওমিক্রন : কানাডার ক্যুইবেকে ফের লকডাউন

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে স্কুল, বার, জিম এবং সিনেমা থিয়েটার বন্ধ হলো কানাডার ক্যুইবেকে। ২০ ডিসেম্বর বিকেল ৫টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

ক্যুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান দুবে বলেন, প্রতি দু’দিনে এর বিস্তার দ্বিগুণ হচ্ছে বলে মনে হচ্ছে। পরিস্থিতি বর্তমানে গুরুতর। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই সংকটের মধ্যে রয়েছে এবং পরিস্থিতি ভালো হচ্ছে না। হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তির সংখ্যা আবার বেড়ে চলেছে।

তিনি আরও বলেন, বার, জিম, সিনেমা থিয়েটার, কনসার্টের স্থান এবং স্পা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। রেস্তোরাঁগুলোতে আসন ৫০ শতাংশে কমাতে হবে এবং রেস্তোরাঁগুলো সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

অন্যদিকে অন্টারিও প্রভিন্সিয়াল সরকারও নতুন নির্দেশনা কার্যকর করেছে। ওই নির্দেশনা অনুসারে ইনডোরে ১০ জনের বেশি লোক সমাগম করা যাবে না। শপিং মল, গ্রোসারি স্টোর, রেস্টুরেন্টে ধারণক্ষমতার অর্ধেক লোক ঢুকতে দেওয়া যাবে।

এছাড়া জরুরি প্রয়োজন না হলে নাগরিকদের দেশের বাইরে যেতে নিষেধ করেছে ফেডারেল সরকার। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট করে বলেছেন, কোথাও যাওয়ার সময় এটা না।  




ডেল্টা টাইমস/সিআর/আর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com