বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ অগ্রহায়ণ ১৪৩০

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: শাহানশাহ কারাগারে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১০:০৩ এএম আপডেট: ২৫.১২.২০২১ ১০:০৪ এএম | অনলাইন সংস্করণ

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে বহিষ্কার হওয়া দেওয়ানগঞ্জের মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম।

শুক্রবার বিকালে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর উত্তরা-পূর্ব থানায় দায়ের করা মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জের এই মেয়রকে শুক্রবার আদালতে আনা হয় বলে জানান আদালতে সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এস আই মো. লিয়াকত আলী।
শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: শাহানশাহ কারাগারে

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: শাহানশাহ কারাগারে

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা- পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম আসামি শাহানশাহকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান থেকে শাহানশাহকে গ্রেপ্তার করে র‌্যাব।

এসময় তার কাছ থেকে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন এবং সাড়ে তিন লাখ টাকা জব্দ করে র‌্যাব। পরে র‌্যাব-১ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে সরকারি অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। তুচ্ছ ঘটনার জের ধরে তাকে অনুষ্ঠানস্থলে থাপ্পড় মারেন মেয়র শাহানশাহ।

এরপর গত ১৯ ডিসেম্বর তাকে উপজেলা আওয়ামী লীগ এবং পরদিন মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।


ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com