রাজনৈতিক সংকট নিরসনে ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ২:৩৮ পিএম

দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে ও সুষ্ঠু নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রীক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। ‘জাতীয় সরকার’ গঠনে একটি রূপরেখাও তুলে ধরেছেন তিনি। তার এ প্রস্তাবে সমর্থন দিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত অনুষ্ঠানে এ প্রস্তাব তুলে ধরা হয়।

এসময় আ স ম আবদুর রব বলেন, দেশে চলছে ক্ষমতার লড়াই। বাংলাদেশ এখন বিশ্বের বুকে একটা স্বৈরতান্ত্রিক দেশে রূপ নিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে দেশকে ইচ্ছেমতো পরিচালনা করছে সরকার। এই প্রতিযোগিতা চলমান থাকবে। যে সরকারই ক্ষমতায় আসুক, তারা নির্বাচন ও জনগণের ভোটাধিকারকে আগে খর্ব করতে চায়।
রাজনৈতিক সংকট নিরসনে ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব

রাজনৈতিক সংকট নিরসনে ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব

তিনি বলেন, শুধু নির্বাচন দেশের এই সমস্যা সমাধান করবে না। জনগণ কোনো সরকারকেই এখন আর বিশ্বাস করে না। আমরা আশাবাদী, যদি ‘জাতীয় সরকার’ গঠন করা হয়, তবে এই সরকারের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হবে। সে লক্ষ্যে আমাদের সবাইকে এক হতে হবে। জনগণকে একত্রিত করতে হবে।

প্রস্তাবনায় জাতীয় সরকারের লক্ষ্য হিসেবে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ‘জাতীয় সরকার’ গঠন করতে হবে। জাতীয় সরকার গঠন, রূপরেখা ও মেয়াদকাল ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত হবে।

জাতীয় সরকারের উদ্দেশ্য সম্পর্কে আ স ম আবদুর রব বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও ‘সামাজিক সুবিচারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নীতি প্রণয়ন করা। সাংবিধানিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহকে সংবিধানের আওতায় প্রতিস্থাপন করা। আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। রাজবন্দীদের মুক্তি প্রদান করা এবং সব গায়েবি মামলা প্রত্যাহার করা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
জাতীয় সরকারের কর্মসূচি হিসেবে তিনি উল্লেখ করেন-

১. মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সংবিধানের আমূল সংস্কারের প্রয়োজনে সাংবিধানিক কমিশন গঠন করা।

২. রাষ্ট্রীয় রাজনৈতিক বড় ধরনের উদ্যোগে জনমতের প্রতিফলনে সংবিধানে ‘গণভোট’ প্রথা অন্তর্ভুক্ত করা। গণতন্ত্রই সরকার পরিচালনার একমাত্র নীতি হিসেবে নির্ধারণ করা।

৩. রাষ্ট্র পরিচালনায় মূলনীতি ও রাষ্ট্রীয় আদর্শ হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। এই তিন আদর্শকে আঘাত করতে পারে এমন কোনো সাংঘর্ষিক আইন নিষিদ্ধ করা।

৪. প্রধানমন্ত্রীর একক ক্ষমতার পরিবর্তে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা।
৫. কোনো ব্যক্তির দুইবারের অধিক প্রধানমন্ত্রীর পদ গ্রহণে নিষিদ্ধ করা।

৬. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে সংবিধান সংশোধন করা।
৭. সাংবিধানিক চেতনার আলোকে ব্যক্তির বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা।

৮. রাষ্ট্রের নির্বাহী অঙ্গ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিশ্চিত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও সাংবিধানিক আদালত গঠন করা।

৯. নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের লক্ষ্যে আইন প্রণয়ন করা।
১০. আমলাতান্ত্রিক প্রশাসনের পরিবর্তে গণমুখী প্রশাসন এবং ঔপনিবেশিক পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার করা।

১১. রাষ্ট্র বিনির্মাণের আইনগত ও নৈতিক নির্দেশনার স্মারক হিসেবে ১০ বা ১৭ এপ্রিলকে 'প্রজাতন্ত্র দিবস' ঘোষণা করা।
১২. উচ্চশিক্ষা ও অফিস-আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষার সার্বিক প্রচলন নিশ্চিত করাসহ আরও কিছু কর্মসূচির কথা জানান আ স ম আবদুর রব।

এদিকে, আ স ম আবদুর রব প্রস্তাবিত জাতীয় সরকারের সঙ্গে ঐকমত্য পোষণ করেছেন কয়েকটি দলের রাজনৈতিক নেতারা। এর মধ্যে রয়েছেন গণফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মহসিন মন্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত কাইয়ূম। এসময় তারা এ প্রস্তাবনার পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন।


ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com