সোমবার ২ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০

কারখানায় শ্রমিককে ইনজেকশন পুশ করে ধর্ষণের অভিযোগ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৬:৩৪ পিএম | অনলাইন সংস্করণ

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিককে ঘুমের ইনজেকশন পুশ করে ধর্ষণের অভিযোগে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে আশুলিয়ার টঙ্গী আশুলিয়া-ইপিজেড সড়কের ছয়তলা এলাকার ইয়াগি বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, ভুক্তভোগী ওই শ্রমিক ১৮ ডিসেম্বর কারখানায় যোগদান করেন। কিন্তু গত ২৩ ডিসেম্বর তাকে কারখানার তিনজন স্টাফ ডেকে নিয়ে ঘুমের ইনজেকশন পুশ করে ধর্ষণ করেন। আজ ওই নারী কারখানায় বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হলে কারখানায় কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা।

এ ব্যাপারে কারখানার শ্রমিক শিমুলি বেগম বলেন, ‘আমরা ধর্ষণকারীকে আমাদের আওতায় চাই। আইনের আওতায় চাই না। আমরা নিজ হাতে তাদের শাস্তি দেব।’

অপর শ্রমিক ফাতেমা বলেন, ‘আমরা ধর্ষণের বিচারের দাবিতে কর্মবিরতি পালন করছি। আমাদের শ্রমিকদের ওপর নির্যাতন-জুলুম করবে আমরা এটা সহ্য করব না। আমার কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছি।’

ভুক্তভোগী ওই শ্রমিক বলেন, ‘আমি তাদের নাম জানি না। তাদের দেখলে চিনব।’ তবে কারখানায় গিয়ে কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে ১৮ ডিসেম্বর চাকরিতে যোগদান করে ২৩ তারিখেই ঘটনা, কিন্তু ২৮ তারিখে এসে অভিযোগ কেন? এসব প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি।
এ ব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার শহিদুলের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ রয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে।




ডেল্টা টাইমস্/সিআর/আরকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com