২৯ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৯:০৬ এএম আপডেট: ২৯.১২.২০২১ ৯:৩৩ এএম

২৯ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

২৯ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ  বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১।  ১৪ পৌষ ১৪২৮ ১৪২৮ বঙ্গাব্দ। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৩। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি:

১৫০৩ - ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়।

১৭৭৮ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিনহাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।

১৭৭৮ - ইংরেজ সেনাবাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে।
১৮৩৫ - দি ট্রেইটি অব নিউ একোটা চুক্তি সাক্ষর। এর ফলে চোরকিদের হাতে থাকা জমি সমূহ যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে আসে।

১৮৬০ -ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়।

১৮৯০ -আমেরিকার সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা, এতে ১৫৩ জন নিহত হয় যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে আমেরিকার আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নী হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে।

১৯১১ -সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান।

১৯১১ -খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।

১৯৩০ -স্যার মো: ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্থান নির্মানের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন।

১৯৪০ -দ্বিতীয় বিশ্ব যুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারন মানুষ নিহত হন।

১৯৭২ -মার্কিন পত্রিকা ‘লাইফ’-এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।

১৯৭৫ -নিউ ইর্য়কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিষ্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত।

১৯৮৯ -১৯৪৮-এর পর চেকোস্লাভাকিয়ার প্রথম অকমিউনিস্ট রাষ্ট্রপতি হলেন ভাকলাভ হাভেল।

১৯৯২ -কেনিয়ায় ২৫ বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬ - গুয়েতামালা সরকারের সাথে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের সাথে শান্তি চুক্তি করা হয় এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।

২০০৮ - বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম:

১৭০৯ - পিটার দ্য গ্রেটের কন্যা এলিজাবেথ পেত্রোভনা জন্মগ্রহন করেন।

১৮০০ - ভলকানাইজড রাবারের উদ্ভাবন চার্লস গুডইয়ার জন্মগ্রহন করেন।

১৮০৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি এন্ড্রু জন‌সন জন্মগ্রহন করেন।

১৮৪৪ -আইনজ্ঞ ও ভারতের জাতীয়তাবাদী নেতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহন করেন।

১৮৬৩ -ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী জন্মগ্রহন করেন।

১৮৭৩ -সাহিত্যিক, সংগীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানী জন্মগ্রহন করেন।

১৯১৪ -শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মগ্রহন করেন।

১৯২৬ -নোবেলজয়ী [১৯৭৭] পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আবদুস সালাম জন্মগ্রহন করেন।

১৯৪২ -ভারতীয় ফিল্ম তারকা রাজেশ খান্না জন্মগ্রহন করেন।

১৯৪৯ -ভারতীয় ক্রিকেট খেলোয়ার সৈয়দ কিরমানি জন্মগ্রহন করেন।

১৯৬০ -অস্ট্রোলিয়ান ক্রিকেটার ডেভিড বুন জন্মগ্রহন করেন।

মৃত্যু:

১৮৯১ -জার্মান গণিতবিদ লিওপল্ড ক্রোনেকারের মৃত্যু হয়।

১৯১৮ -সাহিত্যিক অজিত কুমার চক্রবর্তীর মৃত্যু হয়।

১৯২৬ -জার্মান কবি রাইনার মারিয়ার রিলকের মৃত্যু হয়।

১৯৯৫ -গ্রামীণ সাংবাদিকতার পৃথিকৃৎ মোনাজাত উদ্দিন মৃত্যুবরণ করেন ।

২০০৩ -বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক, মানবাধিকারকমী সালমা সোবহান মৃত্যুবরণ করেন।

দিবস:

স্বাধীনতা দিবস (মোঙ্গলিয়া), সংবিধান দিবস (আয়ারল্যান্ড), খাঞ্জা উৎসব(যুক্তরাষ্ট্র)


ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com