ম্যানসিটি ছেড়ে বার্সায় তোরেস
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
সব গুঞ্জনের ইতি ঘটিয়ে এলো আনুষ্ঠানিক ঘোষণা। স্পেনের ২১ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড ফেররান তোরেসকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে নেওয়া হয়েছে তোরেসকে। আগামী ৩ জানুয়ারি (সোমবার) বার্সেলোনার ভক্ত-সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে এ উদীয়মান তারকাকে। শোনা যাচ্ছে, প্রায় ৬৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬৩০ কোটি টাকার বেশি) ফি'তে তোরেসকে কিনেছে বার্সা। আনুষ্ঠানিকভাবে ট্রান্সফার ফি'র কথা জানায়নি ক্লাবটি। তবে আগামী সাড়ে পাঁচ বছরের জন্য তোরেসের বাই আউট ক্লজ রাখা হয়েছে ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় হাজার কোটি টাকা। ম্যান সিটিতে যোগ দেওয়ার আগে স্পেনের আরেক ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলতেন তোরেস। গত বছরের আগস্টে তাকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছিল পেপ গার্দিওলার দল। কিন্তু দেড় বছরের আগেই তাকে ছেড়ে দিলো তারা। ইংলিশ ক্লাবটির হয়ে সবমিলিয়ে ৪৩ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন এ তরুণ ফরোয়ার্ড। এর আগে ভ্যালেন্সিয়ার হয়ে ৯টি গোল করেছেন তিনি। ডেল্টা টাইমস্/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |