চলে গেলেন ম্যারাডোনার ছোট ভাই হুগো
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
পরপারে পাড়ি দিলেন দিয়েগো ম্যারাডোনার ছোট ভাই হুগো ম্যারাডোনা। ৫২ বছর বয়সে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। আর্জেন্টাইন মহাতারকা ম্যারাডোনার মৃত্যুর এক বছরের কিছু বেশি সময় পরই চলে গেলেন তার ছোট ভাই হুগো। সংবাদমাধ্যম লা গাজেত্তা দেয়ো স্পোর্ত জানিয়েছে, ইতালির নেপলসে নিজের বাসায় হুগোর মরদেহ পাওয়া যায়। বড় ভাইয়ের মতো তারকা হতে পারেননি, তবে বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছেন হুগো। তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৬ সহ ইতালির ক্লাব আসকোলি ও স্প্যানিশ ক্লাব রায়ো ভায়েকানোতে খেলেছেন। এছাড়া তিনি অস্ট্রিয়া, ভেনেজুয়েলা, উরুগুয়ে, জাপান ও কানাডার ক্লাবে খেলেছেন। ডেল্টা টাইমস্/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |