উখিয়ায় রোহিঙ্গা বিরোধী মানববন্ধন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]()
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন ও স্থানীয়দের ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উখিয়া অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগামী ১ জানুয়ারি থেকে অধিকার বাস্তবায়ন না হলে গণআন্দোলন, এনজিওর অফিস স্থাপনা ভাংচুর, মালামাল আনয়নে ব্যবহৃত যানবাহন অবরোধসহ কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয় মানববন্ধন থেকে। ![]()
অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার রবিউল হোসেনের নেতৃত্বে বালুখালী পানবাজারে রোহিঙ্গাদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন ও স্থানীয়দের বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় ৩ শতাধিক লোক অংশ নেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মন্জুর, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, পালংখালী ইউনিয়ন পরিষদ, ফজল কাদের ভুট্টো, সদস্য, ২ নং ওয়ার্ড, পালংখালী ইউনিয়ন, আব্দুল মালেক, থ্যাইংখালী আলোকিত সমাজের উপদেষ্টাসহ প্রমুখ। ডেল্টা টাইমস্/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |