নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা বাড়ানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক
|
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত পরামর্শ সভায় বক্তারা নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেছেন। তারা যৌন হয়রানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ওই পরামর্শ সভায় সভাপতিত্ব করেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা। বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ডিএনসিসি’র সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা মো. সাইদুর রহমান, সাংবাদিক সাকিলা পারভীন, এসএমসি’র চেয়ারম্যান হাসান উল হামিদ খান, এম এস এস এর ব্যবস্থাপক বোরহান উদ্দিন, স্পৃহা বাংলাদেশের ডা. সাজ্জাত হোসেন, আকিজ ফাউন্ডেশনের মো. খালেক, ধানমন্ডি সমাজ উন্নয়ন কমিউনিটি ফোরামের সভাপতি হাজী নুর মোহাম্মদ মীর প্রমুখ। সভায় নারীর প্রতি সবধরনের সহিংসতা-বৈষম্য দুর করতে করণীয় সম্পর্কে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, পরিবার সমাজ ও রাষ্ট্রের সকল উন্নয়ন কর্মকান্ডে নারীর অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। কাজেই বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটিগুলোতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। অন্যথায় যথাযথ উন্নয়ন সম্ভব হবে না। বক্তারা দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে নগদ অর্থ সহায়তা বাড়ানোর আহ্বান জানান। এছাড়া সরকারী ও বেসরকারি পর্যায়ের সেবাগ্রহণের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন। সভায় বিভিন্ন বেসরকারী সেবদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিএনপিএস’র সংগঠিত নারী দল, ক্লাষ্টার, সিএফ ও যুবা দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস্/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |