এসএসসিতে রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৭১
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]()
এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পাসের হার এটি। এর আগে ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭ শতাংশ পরীক্ষার্থী পাস করে। এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে অনলাইনে এবারের ফল প্রকাশ করে রাজশাহী শিক্ষাবোর্ড। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবার বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন। এর মধ্যে পরীক্ষায় বসেছে ২ লাখ ৬ হাজার ৩১৪ জন। পরীক্ষা হয়েছে বোর্ডের অধীনে বিভাগের আট জেলার ২৬৮টি কেন্দ্রে। এবার বোর্ডে পাশ করেছে ২ লাখ ৯৫ হাজার ৪০৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। এর মধ্যে ছাত্র ১২ হাজার ৯৭০ জন এবং ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন। রাজশাহী বোর্ডের অধীনে এবার শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৬৬৭টি। এর মধ্যে ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ফলাফলে সস্তোষ প্রকাশ করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান। তিনি বলেন, করোনাকালে পড়াশোনা এগিয়ে নেওয়া অনেক কষ্টকর ছিল। তারপরও শিক্ষার্থীরা পড়াশোনা করেছে। ভাল ফলাফল হয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |