ধ্রুব মিউজিকে আসছে আবিদ অমির নতুন গান
নিজস্ব প্রতিবেদক
|
![]()
ধ্রুব মিউজিকে আসছে আবিদ অমির নতুন গান। ৩০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আবিদ অমির নতুন গান প্রেমে মাতাল। গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিকে। গানটির সুর, কন্ঠ এবং মিউজিক প্রোডাকশনের কাজ করেছে আবিদ অমি নিজেই। মিউজিক এরেঞ্জমেন্টে ছিলো তানভীর রাসেল (Keys), মিঠুন দে (Bass), রাশেদ খান (Drums), ম্যাট্রিক রকি (Giter), পরিচালনায় আরুঙ্গ দেব এবং রং বিন্যাস ও সম্পাদনায় ম্যাট্রিক রকি। আর গানটি শুট করা হয় Octave, বনানীতে। Cassette ব্যান্ডের "প্রেমে মাতাল" গানটি দর্শকের কাছে গ্রহণ যোগ্যতা পাবে এই বিশ্বাসে আশাবাদী আবিদ অমি। ডেল্টা টাইমস্/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |