রোববার ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১

জিপিএ-৫ পাওয়ার খবর শুনে যেতে পারল না সাফিয়া
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৮:১০ পিএম | অনলাইন সংস্করণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাফিয়া সিলভী। তবে এই খবর সাফিয়ার কানে পৌঁছায়নি। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার একদিন পর মারা যায় সে।

সাফিয়ার (১৫) বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার পুরান তাহেরপুর গ্রামে। বাবা শফিকুল ইসলাম ব্যবসায়ী ও মা মরিয়ম খাতুন স্কুলশিক্ষক। বিয়ের ১৬ বছর পর তাঁদের কোলজুড়ে আসে সাফিয়া।
জিপিএ-৫ পাওয়ার খবর শুনে যেতে পারল না সাফিয়া

জিপিএ-৫ পাওয়ার খবর শুনে যেতে পারল না সাফিয়া

জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর তিনদিন আগে অসুস্থ হয়ে যায় সাফিয়া। অসুস্থ অবস্থাতেই প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করে সে। তবে এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা করা হলে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। অসুস্থ হওয়ার পরও পরীক্ষা দিতে চায় সাফিয়া। তাই অসুস্থ অবস্থাতেই পরীক্ষায় অংশ নেয় সাফিয়া। পরীক্ষা শেষ হওয়ার পর তার অপারেশন করার কথা থাকলেও হাসপাতালে ভর্তির আগে গত ২৭ নভেম্বর না ফেরার দেশে পারি জমান সাফিয়া।

সাফিয়ার এমন ফলাফলে তার বাড়ি জুড়ে কান্নার রোল। একমাত্র সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার বাবা শফিকুল ইসলাম। তিনি বলেন, আমার মেয়ে লেখাপড়ায় খুব ভালো ছিল। তাকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েও সাফিয়া এত ভালো রেজাল্ট করেছে। এই রেজাল্ট আমাদের আবার কাঁদাল।

সাফিয়ার শিক্ষক ও মামা জাকিরুল ইসলাম বলেন, সাফিয়া অকালে সবাইকে কাঁদিয়ে চলে গেছে। সাফিয়ার ভালো ফলাফল করে শহরের ভালো কলেজে লেখাপড়ার আগ্রহ ছিল। আজ সবই স্মৃতি।

ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com