ঝিনাইদহে চা দোকানিকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি:
|
ঝিনাইদহের মহেশপুরে এক চা-দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, রাতে পৌরসভার কুলতলা বাজারের নিজ চায়ের দোকানে ঘুমিয়ে ছিল চা-দোকানি ইনানুর রহমান। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। কি কারণে কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখন বলা যাচ্ছে না। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ডেল্টা টাইমস্/মনজুর আলম/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |