অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন চকলেট
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
নতুন বছরে হাতে থাকবে আইফোন। চকচকে সেলফি তুলে বন্ধুমহলে নজর কাড়বেন। কিন্তু সে গুড়ে বালি! এক লাখ টাকার আইফোন অর্ডার করে শেষে কি না হাতেই এল না সেই ফোন। অনলাইনে আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলটি অর্ডার দিয়েছিলেন ড্যানিয়েল ক্যারল নামের যুবক। যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। দামি আইফোন অর্ডার দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ড্যানিয়েল। প্রথমেই জানতে পারেন, নির্ধারিত সময়ের অন্তত দুই সপ্তাহ পর তার হাতে এসে পৌঁছবে প্রোডাক্টটি। সে কষ্টও সহ্য করে নিয়েছিলেন। কিন্তু শেষমেশ যা এল, তা দেখে চক্ষু চড়কগাছ ড্যানিয়েলের। এক লক্ষ টাকার আইফোনের পরিবর্তে তাকে ডেলিভারি করা হয়েছে টয়লেট পেপার বা টিস্যু পেপারে জড়ানো দুইটি চকলেট! প্রথমবার এমন অভিজ্ঞতায় বেশ বিরক্তই হন ড্যানিয়েল। টুইটারে ওই ডেলিভারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। লেখেন, ‘আইফোনের জন্য অনেকদিন অপেক্ষার পর শেষে চকোলেট হাতে পেলাম।’ এমনকি ডেলিভারি দেওয়ার বিষয়েও যে তাকে বিভ্রান্ত করা হয়েছে, সে কথাও উল্লেখ করেন তিনি। জানান, একবার তাকে দেখায় প্রোডাক্টটি ডেলিভারির জন্য বেরিয়েছে। আবার খানিক পরেই মেসেজে জানানো হয়, এটি আসতে আরও কয়েকদিন সময় লাগবে। উৎসবের মৌসুমে আইফোন হাতে না পেয়ে মন খারাপ তার। পুরো বিষয়টি ডেলিভারি সংস্থার কানে গিয়ে পৌঁছায়। তাদের তরফে জানানো হয়েছে, কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে নিশ্চিত করা হয়, তিনি যা অর্ডার করেছিলেন, শীঘ্রই সেই আইফোন তার কাছে পৌঁছে দেওয়া হবে। সংস্থার প্রতিশ্রুতি সত্ত্বেও অবশ্য যতক্ষণ না আইফোনটি হাতে পাচ্ছেন, কাউকেই বিশ্বাস করতে পারছেন না ড্যানিয়েল। ডেল্টা টাইমস্/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |