শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

যৌনকর্মীদের ধর্মীয় অনুশাসন শেখানো হচ্ছে
ডেল্টা টাইমস্ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২, ৬:৫৫ পিএম আপডেট: ১৩.০১.২০২২ ৭:০৮ পিএম | অনলাইন সংস্করণ

যৌনকর্মীদের ধর্মীয় অনুশাসন শেখানো হচ্ছে

যৌনকর্মীদের ধর্মীয় অনুশাসন শেখানো হচ্ছে


যৌনকর্মীদের ধর্মীয় অনুশাসন শেখানো হচ্ছে। এছাড়া এ কাজে নিয়োজিতদের মধ্যে যাদের বয়স ১৮ বছরের কম, এমন কিশোরী ও কন্যাশিশুকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সমাজকল্যাণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সমাজকল্যাণ অধিদপ্তর উত্থাপিত এ সংক্রান্ত তথ্য থেকে জানা যায়, ১৮ বছরের কম বয়সী যৌনকর্মীদের সংশ্লিষ্ট আইনের বিধান মোতাবেক উদ্ধার করে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য সমাজসেবা অধিদপ্তর ছয় বিভাগে অবস্থিত ছয়টি সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করে। এ কেন্দ্রগুলোতে অবস্থানের সময় ধর্মীয় অনুশাসন, নিবিড় কাউন্সেলিং ও মনিটরিংয়ের মাধ্যমে মানসিক উৎকর্ষ সাধন এবং অবৈধ যৌনাচারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। পাশাপাশি নিবাসীদের প্রাথমিক ও অনানুষ্ঠানিক শিক্ষা এবং বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা হয়।

বৈঠকে আরও জানানো হয়, মোট ছয়টি কেন্দ্রের অনুমোদিত আসন ৬০০টি। বর্তমানে ছয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে নিবাসীর সংখ্যা ১৩৮ জন এবং শুরু থেকে জানুয়ারি পর্যন্ত মোট ১৬২১ জন নিবাসী ভর্তি হয়েছেন। সর্বমোট ১৪৮৩ জন নিবাসীকে বিভিন্ন মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে।

জানা যায়, কমিটি যৌনকর্মীদের মৌলিক চাহিদা পূরণ করে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে কার্যক্রম গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে যৌনকর্মীদের জীবনযাত্রা সম্পর্কে বাস্তব চিত্র ও তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে কমিটির সদস্য আরমা দত্তকে আহ্বায়ক করে সাব-কমিটি গঠন করা হয় এবং যৌনকর্মীদের নিয়ে যেসব এনজিও কাজ করছে তাদের কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি সরকারি শিশু পরিবারের শিশুদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থার সুপারিশ করে।

রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুফতা ইয়াসমিন, বেগম নাসরিন জাহান রতনা, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আরমা দত্ত অংশ নেন।



ডেল্টা টাইমস্/সিআর/একেআর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com