বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ফল আমদানি করায় জরিমানা
বেনাপোল (যশোর) প্রতিনিধি :
|
![]() বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ফল আমদানি করায় জরিমানা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যদের গোপন তথ্য ও অভিযানে গত ৪ আগস্ট স্থলবন্দরের ৩১ নম্বর শেড থেকে এসব পণ্য আমদানি করা হয়। আমদানিকারকরা হলেন, এনি এন্টারপ্রাইজ, হাসান হোসেন এন্টার প্রাইজ, সাব্বির ট্রেড ইন্টার ন্যাশনাল, বিকে ফুড লি ঢাকা, মেসার্স আল্লাহ দান ঢাকা, জেএইচ ট্রেড ইন্টার ন্যাশনাল চাপাইনবাবগঞ্জ, আরাফাত ট্রেড ইন্টারন্যাশনাল, হাসান হোসেন ট্রেড ইন্টার ন্যাশনাল, সোনালী ট্রেড ইন্টার ন্যাশনাল, ফারিয়া ট্রেড ইন্টার ন্যাশনাল, আনাস ফুড ও গাজী ইন্টার ন্যাশনাল। ওইসব পণ্য খালাসের দায়িত্বে ছিল বেনাপোলের সিএন্ডএফ এজেন্ড রয়েল এন্টারপ্রাইজ, মুক্তি এন্টারপ্রাইজ, জেরিন এন্টারপ্রাইজ, সোনালী এন্টারপ্রাইজ। এর মধ্যে ৬ জন আমদানিকারক এর পণ্য খালাসের দায়িত্বে ছিলেন বহুল আলোচিত সরকারি শুল্ক ফাঁকির মহানায়ক রয়েল এন্টারপ্রাইজের রয়েল। এর আগে আমদানিকৃত ৩৯ টি পণ্য বোঝাই ট্রাক নিয়ে শুল্ক ফাকি দিয়ে ওই শেড থেকে বের হয়েছিল রয়েল।
ডেল্টা টাইমস্ / মোঃ আনিছুর রহমান / সিআর/ এমকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |