এবার পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়লেন শরিফুল
ডেল্টা টাইমস্ ডেস্ক :
|
ব্যাটিংয়ের সময় পেশির টানে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন লিটন দাস। এবার বোলিংয়ের সময় পায়ে আঘাত পেয়ে খেলার মাঝপথেই স্ট্রেচারে মাঠ ত্যাগ করতে হলো শরিফুল ইসলামকেও। ইনিংসের ৩৪তম ওভারের শেষ বলে জিম্বাবুয়ের ব্যাটসম্যান ইনোসেন্ট কাইয়ার সজোরে হাঁকানো শট গিয়ে সরাসরি আঘাত হানে শরিফুলের বাঁ পায়ের হাঁটুর নিচে। ব্যথায় কুঁকড়ে উঠে শরিফুল মাটিতে বসে পড়েন। ফিজিও মাঠে এসে তাৎক্ষণিক শুশ্রূষা দিলেও তা কাজে আসেনি। যার ফলে লিটনের মতো তাকেও স্ট্রেচারে মাঠের বাইরে যেতে হয়েছে। তবে চোট গুরুতর না হওয়ায় এর কিছু সময় পরই আবার মাঠে ফিরে বল হাতে তুলে নিয়েছেন তিনি। এদিকে শুক্রবার (৫ আগস্ট) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয় এবং মুশফিকুর রহিমের ফিফটিতে ৩০৩ রানের বড় সংগ্রহ পায় টাইগাররা। ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৩ উইকেটে ২২৫ রান তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। জয়ের জন্য এখন তাদের প্রয়োজন ৭৯ রান। ক্রিজে রয়েছেন শতকের পথে থাকা দুই ব্যাটসম্যান ইনোসেন্ট কাইয়া (৯৮*) এবং সিকান্দার রাজা (৯৩*)। ডেল্টা টাইমস্/ সিআর/ এমকে
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |