কেরানীগঞ্জ মডেল সাব রেজিস্ট্রার অফিসের জাতীয় শোক দিবস পালিত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
|
![]() কেরানীগঞ্জ মডেল সাব রেজিস্ট্রার অফিসের জাতীয় শোক দিবস পালিত সোমবার (১৫ আগস্ট) আটি বাজার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সাব-রোজিষ্ট্রার মো. ওসমান গণি মন্ডল দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ এবং জীবন সম্পর্কে বর্নণা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মডেল দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নূর মোহাম্মদ পলাশ সরকার, সাধারণ সম্পাদক উজ্জল আহম্মেদ, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম পারভেজ, কোষাধ্যক্ষ গোলাপ সেলিম রানা, বাংলাদেশ নকল নবীশ সিলমোহরার এসোশিয়েশন মডেল সাব- রেজিষ্ট্রীর অফিস শাখার সভাপতি মো. উজ্জল, নকল নবীশ মো. আলম মিয়া, মো. খলিলুর রহমান। ডেল্টা টাইমস্/জহুরুল হক জহির/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |