বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ অগ্রহায়ণ ১৪৩০

‘১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দ্রুত শুরুর দাবি’
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ১২:৪৮ পিএম | অনলাইন সংস্করণ

১৭তম বেসরকারি শিক্ষক/প্রভাষক নিবন্ধন পরীক্ষা দ্রুত শুরু করার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন নিবন্ধন পরীক্ষার্থী। এ সময় তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বরাবর স্মারকলিপিও দিয়েছেন। 

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেন রোডে এক মানববন্ধনে এই দাবি জানান তারা। 

স্মারকলিপিতে তারা জানান, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রতি বছর শিক্ষক/প্রভাষক পরীক্ষা গ্রহণ করে থাকে। ২০০৫ ২০১৯ সাল পর্যন্ত এনটিআরসিএ প্রতি বছর ধারাবাহিক একটি করে পরীক্ষা নিয়ে আসছে।’
‘১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দ্রুত শুরুর দাবি’

‘১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দ্রুত শুরুর দাবি’

তারা আরও জানান, ‘তারই ধারাবাহিকতায় ২০২০ সালের ২২ জানুয়ারি প্রকাশ করা হয় ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি। ২০২০ সালের ১৬ মে প্রিলিমিনারি পরীক্ষা এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা। হওয়ার কথা থাকলেও মহামারী করোনার কারণে পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে প্রায় ৩ বছরে বাংলাদেশে ৪১/৪২/৪৩/৪৪তম বিসিএস, ব্যাংক ও প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ দেশে প্রায় শতাধিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু হয়নি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা।’ 

স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে, ‘১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে আমরা কয়েকবার মাননীয় চেয়ারম্যান স্যার বরাবর স্মারকলিপি প্রদান করেছি এবং ঈদের কিছুদিন আগে আমরা একটি মানববন্ধন করে এনটিআরসিএ'র কর্তৃপক্ষের সাথে সাক্ষাত করেছি। কর্তৃপক্ষ আমাদেরকে বলেছিলেন ঈদের পরপর দ্রুত পরীক্ষা নেওয়া হবে। এনটিআরসিএ’র পরীক্ষার নীতিমালা অনুযায়ী বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। বর্তমান সময়ে আমাদের প্রায় ৩০% পরীক্ষার্থীদের বয়সসীমা ৩৫ অতিক্রম হয়ে গেছে। অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন যে, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দ্রুত নেওয়ার জন্য আপনার যেন বিশেষ মর্জি হয়।’ 

ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com