বাংলাদেশের রোমান-দিয়ার বিদায়
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
তুরস্কের কোনিয়ায় সোমবার আরচারির কর্মকর্তারা তৃপ্তির ঢেকুর তুলেছিলেন বিনা লড়াইয়ে পদক নিশ্চিত হওয়ার পর। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার ময়দান যে কত কঠিন তা টের পেলেন বাংলাদেশের শীর্ষ আরচাররা। মঙ্গলবার ইসলামিক সলিডারিটি গেমসের আরচারির রিকার্ভ পুরুষ একক এবং নারী এককে বাংলাদেশের রোমান-দিয়ারা বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকেই। কোয়ার্টার ফাইনালে রোমান সানা ৬-০ সেট পয়েন্টে হেরেছেন উজবেকিস্তানের আরচারের কাছে এবং হাকিম আহমেদ রুবেল একই ব্যবধানে হেরেছেন তুরস্কের আরচারের কাছে। বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা রোমান সানা ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছিলেন আইভরিকোস্টের প্রতিযোগিকে। প্রি–কোয়ার্টার ফাইনালে রোমান ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছিলেন উজবেকিস্তানের আরচারকে। রোমান সানার মতো বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা হাকিম আহমেদ রুবেল ৬-০ সেট পয়েন্টে হারিয়েছিলেন কুয়েতের তাহা আবদুল্লাহকে। প্রি-কোয়ার্টার ফাইনালে হাকিম ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিযোগিকে। দ্বিতীয় রাউন্ডে ইয়েমেনের আরচারকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন বাংলাদেশের সাগর ইসলাম। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি তুরস্কের প্রতিপক্ষের কাছে হেরেছেন ৭-১ সেট পয়েন্টে। মেয়েদের রিকার্ভ এককের কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ৭-৩ সেট পয়েন্টে হেরে যান তুরস্কের আনাগজের কাছে। দ্বিতীয় রাউন্ডে দিয়া ৭-১ সেট পয়েন্টে মালয়েশিয়ার ফজি নূরকে এবং প্রি-কোয়ার্টার ফাইনালে কিরগিজস্তানের প্রতিযোগিকে হারিয়েছেন। রোকসানা আক্তার প্রি-কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছেন ইন্দোনেশিয়ার আরচারের কাছে ৭-১ সেট পয়েন্টে হেরে। দ্বিতীয় রাউন্ডে রোকসানা ৬-৪ সেট পয়েন্টে জিতেছিলেন আজারবাইজানের নাজরিনের বিপক্ষে। রিকার্ভ নারী এককের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের বিউটি রায় ৪-৬ সেট পয়েন্টে হেরেছেন কিরগিজস্তানের কানাতবেক জিবেকের কাছে। ডেল্টা টাইমস্ /সিআর/এমকে
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |