নিয়মিত ঝাল খেলে যেসব উপকার হতে পারে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
নিয়মিত ঝাল খেলে যেসব উপকার হতে পারে ঝাল জাতীয় সবজিতে বা খাবারে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ রয়েছে। মাথাব্যথা, আর্থ্রাইটিস, বমি ও বমিভাবের ক্ষেত্রে ঝাল জাতীয় খাবার বেশ কার্যকর। ক্যান্সার প্রতিরোধে কার্যকর এক গবেষণায় জানা গেছে, ঝাল খাবার ক্যান্সার কোষ নির্মূলে কিছুটা কার্যকর। ঝাল খাবারের গুণে ক্যান্সারের কোষের বৃদ্ধি ব্যহত হতে পারে। ঝালে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ। শরীরের অধিকাংশ রোগজনিত ভাইরাস দূর করতে তাই ঝাল জাতীয় খাবার কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। ডেল্টা টাইমস্/সিআর/এমকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |