সিলেট সিটি কর্পোরেশনের ১০৪০ কোটি টাকার বাজেট
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সিলেট সিটি কর্পোরেশনের ১০৪০ কোটি টাকার বাজেট প্রস্তাবিত বাজেটে উল্লেখযোগ্য রাজস্ব আয়ের ক্ষেত্রসমূহের মধ্যে অন্যতম খাত ধরা হয়েছে হোল্ডিং ট্যাক্স থেকে প্রাপ্ত আয়কে। এই খাতে ৪৫ কোটি ২ লাখ ২৮ হাজার কোটি টাকা ধরা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি খাত থেকে এই অর্থবছরে সিসিকের সম্ভাব্য আয় ধরা হয়েছে ১০১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি ৪২ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে সাধারণ সংস্থাপন খাতে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৮৮ লাখ টাকা। আর সর্বনিম্ন ব্যয়ের খাতে রয়েছে নিরাপত্তা ও সিকিউরিটি পুলিশিং। এই খাতে ব্যয় হবে ৯০ লাখ টাকা। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |