মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

জগন্নাথপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৫ পিএম আপডেট: ১৯.০৯.২০২২ ৮:২৫ পিএম | অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

জগন্নাথপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকদের মুখে হাসি ফুটেছে। গত ভাদ্র মাস থেকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওর ও বাড়ির আঙ্গিনার উঁচু জমিতে রোপা আমন ধান রোপন শুরু হয়। এখনো অনেক হাওরে চলছে রোপন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা হাওরে সরেজমিনে দেখা যায়, হাওরে আমনের বাম্পার ফলন। হাওরজুড়ে সবুজের সমারোহ। বাতাসের তালেতালে দুলছে কৃষকের স্বপ্ন রোপা আমন।

স্থানীয় কৃষকরা জানান, এবার অন্য বছরের তুলনায় আমন বেশি আবাদ হচ্ছে। কারণ হিসেবে তারা জানান, ভয়াবহ বন্যার পানিতে আসা পলিমাটিতে এবার অনেক হাওরের জমি ভরাট হয়ে গেছে। এতে অনেক বোরো জমি আমনে পরিণত হয়েছে। যে কারণে আমন আবাদে রীতিমতো প্রতিযোগিতা চলছে। এছাড়া সরকার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করায় জমি আবাদে আরো উৎসাহিত হচ্ছেন কৃষকরা। যদিও সার ও ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ায় এবার জমি আবাদ খরচ অনেক বেড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। তবুও থেমে নেই জমি আবাদ। অনেকে ধারদেনা করে হলেও জমি আবাদ করছেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবার জগন্নাথপুর উপজেলায় ৯ হাজার ৪৬৫ হেক্টর আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে স্থানীয় কৃষকদের দাবি সরকারি এ লক্ষ্যমাত্রার দ্বিগুন জমি আবাদ হচ্ছে। চলতি মাসজুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় জমিতে আমনের বাম্পার ফলন হয়েছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার গোলাভর্তি ধান ঘরে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষকরা।


ডেল্টা টাইমস্/ আলী জহুর/সিআর/ এমকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com