কারাবন্দি ফার্মাস ব্যাংক কর্মকর্তার মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি সাবেক ব্যাংক কর্মকর্তা গাজী সালাহউদ্দিনের (৬০) মৃত্যু হয়েছে। তিনি ফার্মাস ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রাক্তন ক্রেডিট বিভাগের প্রধান।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে অসুস্থ অবস্থায় সালাহউদ্দিনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। দুদকের মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত গাজী সালাহউদ্দিন ওই কারাগারে বন্দি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, রাত পৌনে ২টার দিকে কারাগারে বন্দি সালাহউদ্দীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জরুরি ভিত্তিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। গাজী সালাহউদ্দিন ঢাকার মোহাম্মদপুরের ২১২ শেরশাহ গলি রোডের বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার আদালতপাড়ার নিরাল নিলয় মসজিদ মহল্লা এলাকায়। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |