রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩১ ভাদ্র ১৪৩১

স্ট্যাম্প দিয়ে পিটিয়ে নানাকে হত্যা, নাতি গ্রেপ্তার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৩ এএম | অনলাইন সংস্করণ

ফাইল ছবি

ফাইল ছবি

ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে নানাকে হত্যার অভিযোগ উঠেছে ফরিদ মিয়া (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতের নাম শাহজাহান মিয়া (৫০)। তিনি ওই গ্রামের মৃত চাঁন্দব আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ফরিদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছায়  উপজেলার ঘোগা ইউনিয়নের হাতিল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল রেহান চৌধুরী জানান, চার বছর আগে দুঃসম্পর্কের নানা শাহজাহান মিয়ার সঙ্গে ফরিদ মিয়াসহ স্থানীয় বেশ কয়েকজন তাবলিগের চিল্লায় যান। সেখানে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নাতি ফরিদকে চড়থাপ্পড় মারেন শাহজাহান মিয়া। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়।

মঙ্গলবার বিকেলে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মো. শাহজাহান। এমন সময় ফরিদ তার হাতে থাকা ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাহজাহান মিয়ার মাথায় কয়েকটি আঘাত করে পালিয়ে যান। এতে গুরুতর আহত হয় শাহজাহান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালের নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহান মিয়া মারা যান।

উপ-পরিদর্শক রাসেল রেহান চৌধুরী বলেন, এ ঘটনার অভিযুক্ত ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ডেল্টা টাইমস্/সিআর/একে 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com