মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন টাইগ্রেসরা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৬ পিএম | অনলাইন সংস্করণ

ফাইল ছবি

ফাইল ছবি

আগের দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ নারী দল। তাইতো লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সেটা ভালোভাবেই পূরণ করল নিগার সুলতানা জ্যোতির দল, পেল বড় জয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের নারী দলকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১টি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে পুরো ২০ ওভার খেললেও ৩ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৭ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন শামীমা সুলতানা। তাকে বোল্ড করেন স্নিগ্ধা পল। এরপর অবশ্য আর কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ।

৯টি চারের সাহায্যে ৬৪ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। আর ৬টি চার ও ১ ছক্কায় ৪০ বলে ৫৬ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনেই শেষ অবধি অপরাজিত থাকেন।

জবাব দিতে নামা যুক্তরাষ্ট্রের প্রথম উইকেটটি ইনিংসের শুরুর ওভারেই তুলে নেন সালমা খাতুন। মেডেন দিয়ে ৬ বলে ০ রান করা স্নিগ্ধা পলকে আউট করেন তিনি। এরপর ১ বলে ১ রান করে রান আউট হন আরেক উদ্বোধনী ব্যাটার দিশা দিগরা।

দলীয় মাত্র ১২ রানেই নাহিদা আক্তার তৃতীয় উইকেটটি তুলে নিলেও এরপর অবশ্য আর কোনো উইকেট হারায়নি যুক্তরাষ্ট্র।

দলটির পক্ষে সর্বোচ্চ ৭৪ রান আসে সিন্ধু শ্রীহার্সার ব্যাট থেকে, ৭১ বল খেলে এই রান করেন তিনি। এছাড়া ৪১ বলে ২৬ রান করেন রিসা রামজিৎ। কিন্তু দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তারা। ৫৫ রানের হার নিয়েই মাঠ ছাড়ার সঙ্গে টুর্নামেন্ট থেকেও বিদায় ঘটে তাদের।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মুর্শিদা খাতুন।

সেমিফাইনালে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ।

ডেল্টা টাইমস্/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com