ব্র্যাক ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় অগ্নি-নির্বাপণ ও প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:
|
গাইবান্ধায় ব্র্যাক ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় অগ্নি-নির্বাপণ, অগ্নি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২সেপ্টেম্ব) বিকেলে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো.আরিফ আনোয়ার । কর্মশালায় গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন মাধ্যম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড নির্বাপণের বিভিন্ন কৌশল, দুর্ঘটনা প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয় সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস সহকারী পরিচালক মো. এনামুল হক ও ব্র্যাক ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা প্রমুখ। ডেল্টা টাইমস্/মো: মশিউর রহমান/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |