শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০

বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৮ পিএম | অনলাইন সংস্করণ

বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যা

বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের ঘাটাইলে বউ চলে যাওয়ায় ঘটক আব্দুল জলিলকে (৬৫) আনারস কাটা দা দিয়ে কুপিয়ে হত্যা  করেছে এক যুবক।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলা দিগড় ইউনিয়নের মানাজী (মাইদার চালা) গ্রামে এ ঘটনা ঘটেছে।

 ঘাতক আলমাস (২৫) ওই গ্রামের শহিদুলের ছেলে। এ ঘটনার পর থেকে আলমাস পলাতক রয়েছে।

নিহতের ভাগ্নে আব্দুল বাছেদ ও স্থানীয়রা জানান, মাইদার চালা গ্রামের শহিদুলের ছেলে আলমাস স্থানীয় একটি করাত কলে কাজ করেন। আলমাস এর আগেও ৩টি বিয়ে করেন। কিন্তু একটি বিয়েও বেশি দিন স্থায়ী হয়নি। পরে ঘটক আব্দুল জলিলের মাধ্যমে (ঘটকালীতে) বিগত ২০১৯ সালে একই উপজেলার রসুলপুর ইউনিয়নের প্যাঁচার আটা গ্রামে আলমাসকে বিয়ে করিয়ে আনেন। সেই ঘরে এক কন্যা সন্তান রয়েছে। এর দুই বছর পর বিগত ২০২১ সালে এই বিয়েও ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে আলমাসের ভিতরে চাপা ক্ষোভ বিরাজ করে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জোহরের নামাজ শেষ করে ঘটক আব্দুল জলিল, আলমাসের দাদী আয়াতন বেগমের ঘরে পান খেতে বসে। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা আলমাস ঘরে ঢুকে বউ এনে দেয়ার কথা বলে ধারালো দা দিয়ে এলোপাথারী মাথায় ও গলায় কুপ দিলে ঘটনাস্থলে ঘটক আব্দুল জলিলের মৃত্যু হয়। নিহতের মাথা এবং গলায় আঘাতের চিহ্ন আছে।

এ ব্যাপারে ঘাটাইল থানার (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা নেওয়া হবে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



ডেল্টা টাইমস্/হাসান সিকদার/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com